অধ্যক্ষের বাণী

ঝিনাইদহ জেলার,মহেশপুর উপজেলাধীন ১২নং আজমপুর ইউনিয়নে কপোতাক্ষ নদের তীরে গৌরীনাথপুর দাখিল মাদ্রাসাটি মহেশপুর উপজেলার পূর্বদিক শহর হতে ১২কিলোমিটার এবং পার্শ্ববর্তী উপজেলা কোটচাঁদপুর শহর হতে  ০৫কিলোমিটার  দক্ষিণে অবস্থিত। ১৯৫৭ ইং সালে এলাকার কিছু শিক্ষানুরাগী অত্র প্রতিষ্ঠানটি কোরকানিয়া মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠা করেন।

পর্যায়ক্রমে ১৯৯৮ ইং সালে দাখিল পর্যায়ে উন্নীত হয়। ছায়া সু শীতল মনো মুগ্ধ পরিবেশে সাধারণ শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষার সমন্বয়ে জ্ঞান চর্চা,যোগ্য ও আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলার অপূর্ব এক আদর্শ বিদ্যাপীঠ।

বর্তমানে তথ্যপ্রযুক্তির বাহন কম্পিউটার ল্যাপটপ ও ইন্টারনেটের যুগে বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীরা আরও এগিয়ে যাবে এবং জাতিকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে মাদ্রাসা শিক্ষার আধুনিকতার ক্ষেত্রে অত্র মাদ্রাসার ওয়েবসাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা রাখছি।

মো: আব্দুল কুদ্দুস

সুপারিনটেনডেন্ট

গৌরীনাথপুর দাখিল মাদ্রাসা

মহেশপুর- ঝিনাইদহ।